• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রথম ওভারেই বিদায় সাকিব-লিটন

অনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

এশিয়া কাপের প্রথম ম্যাচে দুবাইতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের। বাংলাদেশ দলের অধিনায়কের কথামতো এই উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা মোটেও খারাপ না।
কিন্তু ব্যাট করতে নেমেই লঙ্কান অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গার জোড়া উইকেট। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে ওপেনার লিটন দাস আর সাকিব আল হাসানের উইকেট নিয়ে নেন মালিঙ্গা।

প্রথম ওভারের পাঁচ নম্বর বলে স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন।

তিন নম্বরে ব্যাট করতে আসা সাকিব আল হাসান এর পরের বলটা বুঝে উঠার আগেই বোল্ড!

প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে সুরাঙ্গা লাকমলের ওভারের শেষ বলে ফাইন লেগে মারতে যেয়ে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তামিমকে।

এখন পর্যন্ত ৫ ওভার ২ বলে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান।

তামিমের পরিবর্তে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুন ১ রান আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩ রানে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) মেহদি মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল: উপল থারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, ধানুস শানকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, আপনসো ও দিলরুওয়ান পেরেরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh