• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সামর্থ্যের শতভাগ দিতে চাই

অনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট ২০১৮, ২০:১৮

মুস্তাফিজ ফুরিয়ে যাননি বরং যতবারই দলে ফিরেছেন ততবারই প্রমাণ করেছেন নিজেকে। কাটার মাস্টার এত সহজে হেরে যাবার পাত্র নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন এই ২২ বছর বয়সী পেসার।

কিন্তু দিতে পারেননি নিজের সর্বোচ্চটা। তাতেই অনেকে ধরে নিয়েছিল এই বুঝি শেষ মুস্তাফিজ! বল যখন মুস্তাফিজের হাতে তখন মাঠের বাইরে থেকে তার ভবিষ্যৎ দেখাটাও বড় ধরণের বোকামি।

ওই আইপিএল খেলে পায়ের চোট নিয়ে খেলা হয়নি দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।

দেশের মাটিতে এই সময়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে নিজেকে তৈরি করেছিলেন দলে ফেরার জন্য। ওই পরীক্ষায় সফল হয়ে তবে রওয়ানা করেছিলেন ক্যারিবীয় দ্বীপের পথে।

ওয়ানডে খেলার পর সুযোগ পেয়ে যান টি-টোয়েন্টি দলেও। দুই ফরম্যাটেই ভালো খেলেন। আবারও দলে নিজের জায়গাটা পাকা করেন।

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলেও জায়গা পেয়েছেন। বলা যায় কোনরকম চোটে না পড়লে সবকটা ম্যাচেই খেলবেন তিনি।

তার আগে চলছে প্রস্তুতি পর্ব। মিরপুরের মাঠে ঘাম ঝরাচ্ছেন মুস্তাফিজও। আজও বাদ যাননি অনুশীলন করতে।

অনুশীলন শেষে মুস্তাফিজ কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। কথা বলেন আসন্ন এশিয়া কাপে নিজের ও দলকে নিয়ে।

‘আমি আমার সর্বোচ্চটা দিতে চেষ্টা করব। আগের থেকে অনেকটা সুস্থ আর চোটমুক্ত আছি। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের সেরাটা দিতে পারিনি। এই ধরেন, ৬০ ভাগ পর্যন্ত।’

এশিয়া কাপে ব্যক্তিগত লক্ষ্য তার নেই। শুধু ভালো খেলতে চান।

‘আমার কাছে ভক্তদের প্রত্যাশা অনেক। যদিও কোনও ব্যক্তিগত লক্ষ্য নেই আমার। শুধু নিজের সেরাটা খেলতে চাই। সবাই যদি সেরাটা দিতে পারে তবে ভাল ফল পাওয়াটা সম্ভব।’

আরও পড়ুন :

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh