• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শীর্ষে সেভিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৬

স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলো সেভিয়া। যদিও দু’ম্যাচ বেশি খেলেছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা।

এস্তাদিও বেনিতো ভিয়ামারিনে খেলার ৩৬ মিনিটে রিয়াল বেটিসকে এগিয়ে দেন রিজা দুরমিসি। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় আন্দালুসিয়ানরা। ৫৬ মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল মেরকাদো। আর ৭৬ মিনিটে ইবোরার গোলে নিশ্চিত হয় সেভিয়ার জয়।

এ জয়ের পর সেভিয়ার পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫২। দু’ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল।
২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এদিকে হাইভোল্টেজ ম্যাচে রোববার অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এস্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে খেলাটি শুরু হবে রাত সোয়া ৯টায়। ২৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিনে বার্সেলোনা আর চারে অ্যাতলেটিকো।

শিরোপা দৌড়ে রিয়ালকে চাপে রাখতে এ ম্যাচে পুরো তিন পয়েন্টই চায় লুইস এনরিকের দল। আর নিজেদের সংহত করার লড়াই দিয়াগো সিমিওনের দলের।

অন্যদিকে এককভাবে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করতে রাত পৌনে ২টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh