• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভ্যালেন্সিয়ায় ধরাশায়ী রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৯

জিতলেই লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরো বেড়ে যেতো। তবে তা আর হয়নি। মৌসুমজুড়ে খুঁড়িয়ে চলা ভালেন্সিয়ার কাছে হেরে গেলো রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছেন রোনালদোরা।

রিয়ালকে ম্যাচের শুরুতেই বোকা বানায় ভ্যালেন্সিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শিবিরে ৫ মিনিটের ব্যবধানে ২ গোল দিয়ে অঘটনের ইঙ্গিত দেয় দলটি। সিমোনে জাজার অসাধারণ গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। নবম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান ওরেয়ানা।

এরপর আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা এগিয়ে যেতে থাকে। বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ওই সময় দারুণ হেডে ব্যবধান কমান ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের লিগে এটি পর্তুগিজ উইঙ্গারের ১৫তম গোল।

২-১ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। সমতায় ফিরতে মরিয়া রিয়াল দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ফলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।

লিগে টানা ৪ জয়ের পর হারলো রিয়াল মাদ্রিদ। আর ভালেন্সিয়ার এটি সপ্তম জয়।

এ ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে রিয়ালের অবস্থানের কোনো হেরফের ঘটেনি। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে দলটি। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তবে রিয়ালের চেয়ে ১ ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। আর ভ্যালেন্সিয়ার অবস্থান পঞ্চম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh