• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেলপসের ঝুলিতে ১৯তম সোনা

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১২:১২

রিও অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টেই সোনা জয়ের স্বাদ পেলেন যুক্তরাষ্ট্রের সেরা সাঁতারু মাইকেল ফেলপস। ফলে অলিম্পিকের শ্রেষ্ঠ সাঁতারুর ঝুলিতে ঢুকলো ১৯তম সোনা। এ পদক জয়ে ফেলপসের অলিম্পিক পদক সংখ্যা এখন ২৩টি।

পঞ্চমবারের মতো অলিম্পিকে অংশ নিয়ে সোমবার সকালে পুলে ঝড় তোলেন ৩১ বছরের ফেলপস। আসরের দ্বিতীয় দিন সতীর্থদের সঙ্গে ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে জেতেন নিজের প্রথম স্বর্ণপদক।

প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে পুলে নেমেই ঝড় তুলে দলকে এগিয়ে নেন ফেলেপস। সতীর্থরাও ৩:৯:৯২ সেকেণ্ড সময় নিয়ে সোনা জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ফ্রান্স রৌপ্যপদক আর অস্ট্রেলিয়া ব্রোঞ্জ জেতে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর অবসর ঘোষণা করেন ফেলপস। কিন্তু ২০১৪ সালে আবারো সাঁতারে ফেরেন এই জলদানব।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh