• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোলবল বিশ্বকাপ

পুরুষদের টানা দ্বিতীয়, নারীদের প্রথম জয়

মোমিন রোহন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫০

ভুটানকে ৯-২ ব্যবধানে হারিয়ে রোলবল বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। এদিকে নারী বিভাগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দু’দলেরই লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে খেলা। তবে দ্বিতীয় দিনেও যথা সময়ে শুরু হয়নি বাংলাদেশের খেলা।

আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে প্রশংসা রয়েছে বাংলাদেশের। সেদিক থেকে এবার কিছুটা যেনো ব্যতিক্রম রোলবল বিশ্বকাপ। প্রথম দিন থেকেই নানা রকম বিশৃঙ্খলা আর শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে রোলবলের সবচে’ বড় এ আসর। দ্বিতীয় দিনে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ পুরুষ দলের খেলা দুপুর আড়াইটার জায়গায় হয় সকাল সোয়া ১১টায়। আর নারী দলের খেলাও হয় ১ ঘণ্টা পিছিয়ে।

তবে সবকিছুকে পেছনে ফেলে দারুণ গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। পুরুষ বিভাগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ৯-২ গোলের জয় তুলে নিয়েছেন আসিফ-আরাফাতরা। ম্যাচে ৪টি করে গোল করেন হৃদয় ও আরাফাত। অপর গোলটি করেন সোহাগ। লক্ষ্য এখন গ্রুপের প্রতিটি ম্যাচ জয়।

এদিকে, পিছিয়ে নেই বাংলাদেশের নারীরাও। একই ভেন্যুতে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে তারা। অধিনায়ক জান্নাত জাবিন হিয়া একাই করেছেন ৫ গোল। এ জয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে হংকংকে ১৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ রোলবল বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ পুরুষ দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh