• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোলবল বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৩

বাংলাদেশে শুরু হলো রোলবল বিশ্বকাপ। চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উদ্বোধন হলো বিশ্বকাপ আয়োজন। বাংলাদেশে রোলবল খুব একটা প্রচলিত খেলা না হলেও বিশ্বকাপ বলেই এর উত্তাপটা যেনো একটু বেশিই। দেশের মাটিতে এরআগে আন্তর্জাতিক ইভেন্ট হলেও এবারই প্রথম অংশ নিচ্ছে ৪০টি দেশ। প্রথমবার খেলতে এসে বাংলাদেশের এমন আয়োজনে বাড়তি উচ্ছ্বাস দেখালেন বিদেশি খেলোয়াড়রা।

হংকংকে ১৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ রোলবল বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ পুরুষ দল। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে দুপুর আড়াইটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে তারা। এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে।

লাল-সবুজের প্রতিনিধিরা এবার দেশের মাটিতে শিরোপা হাতছাড়া করতে চান না কিছুতেই।তবে কোন রকম ছাড় দিতে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও রানার্স আপ ইরাক।

এদিকে কোর্টে খেলা গড়ানোর আগে, ভেন্যু অপ্রস্তুত, কেনিয়া দলের হোটেল রুম না পাওয়াসহ বেশকিছু বিশৃঙ্খলার সম্মুখীনও হতে হচ্ছে আয়োজকদের।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh