• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোল বল বিশ্বকাপ বাংলাদেশে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৭

রোল বল বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। আসছে ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে, শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। এমন একটি ব্যতিক্রমি খেলার প্রথমবারের মতো আয়োজক হচ্ছে বাংলাদেশ।

এতে পুরুষ ও নারী দল নিয়ে মোট ৪০টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে মেয়েদের দল থাকছে ২৭টি দেশের।

বুধবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, রাজধানীর পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বসবে রোল বল বিশ্বকাপের সবচে’ বড় এই আসরটি। প্রায় ১২ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়।

হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রায় ২৩ কোটি টাকা বাজেটের এই বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নিচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার ও ওশেনিয়ার দেশ। যার মধ্যে এশিয়া থেকে সর্বোচ্চ ১৭টি, আফ্রিকার ১১টি, ইউরোপের ৭টি দেশ দল পাঠিয়েছে।

দেশে প্রায় অপ্রচলিত এই খেলাটির বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার রেজাউল করিম বলেন, বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর জন্য নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে।

অংশগ্রহণকারী দলগুলোর জন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি ।

গেলো বিশ্বকাপের আসরটি বসেছিলো ভারতের পুনেতে। অংশ নিয়েছিল ৩৪টি দেশ।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh