• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাহোরে সন্ত্রাসী হামলা

লাহোরে খেলবেন না বিদেশি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে অসম্মতি জানালেন বিদেশি ক্রিকেটাররা। গেলো সোমবার এ শহরে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হবার পর এমন সিদ্ধান্তের কথা জানান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি।

আসছে ৫ মার্চ ওই স্টেডিয়ামে ফাইনাল হবার কথা।

নাজাম শেঠি বলেন, লাহোরে ফাইনাল খেলতে বিদেশি ক্রিকেটারদের এখনো বোঝানোর চেষ্টা করছে পিএসএল ম্যানেজমেন্ট। যদি তারা রাজি না হয়, সেক্ষেত্রে শুধু দেশের ক্রিকেটারদের দিয়েই লাহোরে ফাইনাল খেলা হবে।

পিএসএল চেয়ারম্যান বলেন, ঘটে যাওয়া ঘটনা মর্মান্তিক। তবে শত্রুরা কখনো আমাদের অবস্থান থেকে সরাতে পারবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলবেই।

এদিকে কয়েকটি সূত্র জানায়, বিদেশি ক্রিকেটার ছাড়া ফাইনাল অনুষ্ঠিত করার ঝুঁকি নেবে না পিএসএল প্রশাসন। তাই দুবাইতেই পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবার সম্ভাবনা থাকছেই।

পিএসএলের গেলো আসরের ফাইনালও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবার কথা ছিল। তবে সেবারও সেখানে তা অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা মাঠে গড়িয়েছে গেলো ৯ ফেব্রুয়ারি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh