• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল নিলামে বাংলাদেশের আরো ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৩

বিশ্বের সবচে’ জমজমাট ঘরোয়া টি-২০ লিগ আইপিএল। মাল্টি মিলিয়ন ডলারের এ লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটার। এদের কারো সুযোগ মেলে, আবার কারো না। এরই মধ্যে আইপিএলের নিলাম তালিকা চূড়ান্ত হয়েছে। এবার নিলামে উঠবেন ৩৫১ জন ক্রিকেটার। এ তালিকায় ঠাঁয় পেলেন বাংলাদেশের ৬ ক্রিকেটার।

তারা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।

একরকম ধরে নেয়া হচ্ছে, তাদের নিলাম তালিকায় রাখতে প্রাধান্য দেয়া হয়েছে দেশের ঘরোয়া টি-২০ লিগ-বিপিএলের গেলো আসর এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে না পারলেও বিপিএলে ব্যাট হাতে দারুণ করেন তামিম ইকবাল। বিপিএলের পাশাপাশি ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টেও রান পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন বাংলাদেশ দলে ব্রাত্য হলেও বিপিএলে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এনামুল হক। হায়দরাবাদ টেস্টে ভালো রান না পেলেও বাংলাদেশের হয়ে নিয়মিত পারফর্ম করে আসছেন সাব্বির রহমান। বিপিএলেও দুর্দান্ত করেন রাতারাতি মারকাটারি উপাধি পাওয়া এ ব্যাটসম্যান।

গেলো বিপিএলে বল হাতে ভালো করেন বাংলাদেশের দু’তরুণ তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পারফরম্যান্সও নজর কাড়ার মতো।

ভারত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একমাত্র টেস্টে লড়েই হেরেছে টাইগাররা। সফরে তামিমদের নিয়ে নানাভাবে লেখা এসেছে ভারতীয় মিডিয়ায়। তখনই বোঝা যাচ্ছিল, এবারের আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। নিলামে ঠাঁয় পাওয়া ক্রিকেটাররা সুযোগ পেলে তা বাস্তবে পরিণত হবে।

তবে একই সময়ে রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সাব্বিরদের আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর না কেনার এটিও কারণ হতে পারে।

কয়েক বছর ধরে আইপিএল মাতিয়ে আসছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আইপিএলের জন্যও তাকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এদিকে, গেলো মৌসুমে আইপিএল মাতান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারো তাকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর পুনে ওয়ারিয়র্সের হয়ে এক মৌসুম ​আইপিএল খেলেন তামিম ইকবাল।

আসছে ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh