• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্যাব্রিয়েলই পরবর্তী মেসি : রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১

কে সর্বকালের সেরা? পেলে, ম্যারাডোনা না লিওনেল মেসি! এ নিয়ে বিতর্ক চলছেই। এরই মধ্যে বোমা ফাটালেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রোনালদিনহো। এ তালিকায় আরেকজনকে রাখার প্রস্তাব দিলেন তিনি।

তা কে এ নতুন বিস্ময়? তার পরিচয়ই বা কি? তিনি গ্যাব্রিয়েল জেসুস। মাত্র ১৯ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন ব্রাজিলের এ স্ট্রাইকার।

দু’বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো মনে করেন, গ্যাব্রিয়েল জেসুসই হবেন পরবর্তী লিওনেল মেসি। সর্বকালের সেরাদের কাতারেও রাখতে হবে তাকে।

স্বদেশী সাবেক প্লেমেকার বললেন, ম্যানচেস্টার সিটি বিশেষ মানের এক ফুটবলারকে পেয়েছে। তিনি গ্যাব্রিয়েল জেসুস।

গেলো নভেম্বরে বেলো হরিজন্তে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বল দখলের লড়াইয়ে লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল জেসুস। ছবি : স্কাই স্পোর্টস

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ভবিষ্যতের বিশ্বসেরা গ্যাব্রিয়েল। এ মুহূর্তে বিশ্বসেরা লিওনেল মেসি। শিগগিরই এর রদবদল ঘটবে। এ সিংহাসন চলে যাবে নেইমারের দখলে। তবে ভবিষ্যতে বিশ্বসেরা হবেন গ্যাব্রিয়েলই। তা হবার সবরকম ক্ষমতাই আছে তার।

গ্যাব্রিয়েল জেসুস ব্রাজিলের ঘরোয়া লিগের দল পালমেইরাসের হয়ে খেলতেন। গেলো জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। এরই মধ্যে সেরা একাদশে জায়গা পাকা করেছেন। সিটির জার্সিতে গেলো ২ ম্যাচে করেছেন ৩ গোল। সর্বোচ্চ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিও তার গায়ে উঠেছে। দেশের হয়ে ৬ ম্যাচে করেছেন ৪ গোল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh