• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিও অলিম্পিকে প্রথম সোনা জিনি থ্রেসারের

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ২১:১১

সাম্বার দেশ ব্রাজিলে শুরু হওয়া রিও অলিম্পিকে প্রথম সোনা জিতলেন জিনি থ্রেসার। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ডু লিকে পরাজিত করেন এই মার্কিন তরুনী।

তবে পরের দু’টি পদক জিতে নেয় চীন। ডু লি রৌপ্যপদক এবং ইই শিলিং ব্রোঞ্জপদক জেতেন।

১৯ বছরের থ্রেসার ও চীনের ডু লির মধ্যকার লড়াইয়ে ফাইনাল এলিমিনেশন রাউন্ডের আগে উভয়েরই স্কোর ছিল ২০৮। যা অলিম্পিকের নতুন রেকর্ড।

তবে ফাইনালে এসে আর পারলেন না ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জয়ী ডু লি। ১০.৪ স্কোরের বিপরীতে ১০.৫ স্কোরে থ্রেসারের কাছে ধরাশায়ী হলেন তিনি।

ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিনি মাত্র ৫ বছর আগেই শুটিং রেঞ্জে যোগ দেন। নিতান্তই শখের বসে বন্দুক হাতে নেয়া থ্রেসার এবারের আমেরিকা অলিম্পিক দলেরও সর্বকনিষ্ঠ সদস্য।

গেল বছর ন্যাশনাল কলিজিয়েট অ্যাথলেটিকস অ্যাসেসিয়েশনের (এনএসিসি) এয়ার রাইফেল প্রতিযোগিতা জিতে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh