• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কানাডার বদলে আসছে মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪

নিরাপত্তা অজুহাতে বিশ্ব হকি লিগে খেলতে বাংলাদেশে আসছে না কানাডা। তাদের পরিবর্তে আসছে মালয়েশিয়া।

বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানালো আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফএএইচ)।

কানাডা আসতে না চাওয়ায় চারদিকে ওঠে জল্পনা-কল্পনার ঝড়। কে হবে তাদের বিকল্প? কানাডার পরিবর্তে অন্য কোনো দেশকে কী পাঠাবে এফএএইচ? এমন আরো অনেক। অবশেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল মালয়েশিয়া আসার খবরে এর অবসান হলো।

আসছে মাসে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার কথা ছিল কানাডার। দলটি না আসায় তাদের পরিবর্তে খেলবে মালয়েশিয়া। প্রতিযোগিতার অন্য দলগুলো হলো ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।

৮টি দল দু’গ্রুপে ভাগ হয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ পর্বের খেলা হবে। পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, ফিজি ও ওমান। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা।

এই প্রতিযোগিতা শুরু হবে ৪ মার্চ। প্রথম দিনই মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর পরের দু’টি ম্যাচ রয়েছে ফিজি ও ওমানের বিপক্ষে ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ পর্বের সেরা দু’দল খেলবে বিশ্ব হকি লিগের সেমিফাইনাল পর্বে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh