• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ওপেনে রানারআপ সিদ্দিকুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১২

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হলেন সিদ্দিকুর রহমান। দেশের মাটিতে এটিই বাংলাদেশের এই গলফারের সেরা সাফল্য। পারের চেয়ে ১৩ শট কম খেলে এ গৌরব অর্জন করেন তিনি। আর পারের চেয়ে ১৭ শট কম খেলে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জেন ওয়াটানান্দ।

কুর্মিটোলা গলফ ক্লাবে শেষ রাউন্ডে দুর্দান্ত শুরু করেন সিদ্দিকুর। ১ নম্বর হোল থেকে রাউন্ড শুরু করে পরের হোলেই দেখা পান কাঙ্খিত বার্ডির। চার পারের এ হোলটি তিন পারে শেষ করেন। ৩ ও ৭ নম্বর হোলে বার্ডির দেখা পান।

এরপর ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর হোল পারের সমান খেলে ১৩ নম্বর হোলে দিনের প্রথম বগির দেখা পান। তবে ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি স্বাগতিক সিদ্দিকুর। ১৪ ও ১৫ নাম্বার হোল টানা বার্ডি নিয়ে ফেরেন খেলায়। ১৬ ও ১৭ নাম্বার হোল পারের সমান খেলে ১৮ নাম্বার হোলে বার্ডি করে নিশ্চিত করেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে প্রথম রানারআপের গৌরব।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh