• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রিও অলিম্পিক মেডেল রহস্য

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১৭:০৬

অলিম্পিক আসরের একটি প্রধান আকর্ষণ হল মেডেল। অ্যাথলেটরা এ মেডেল অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করেন। আমরা শুধু মেডেল অর্জনের গল্পগুলোই জানি। জানি না মেডেলগুলো তৈরি রহস্য। চলুন জেনে আসি কারা এবং কিভাবে তৈরি করলো এবারের রিও অলিম্পিক ২০১৬ এর মেডেল।

২০১৬ রিও অলিম্পিকের মেডেল তৈরি করা হয়েছে শিল্প ও বিজ্ঞানের এক অপূর্ব সংমিশ্রণে। ভাস্কর, কম্পিউটার অপারেটর, শ্রমিকসহ প্রায় ১শÕ জনের একটি দল কাজ করেছেন অলিম্পিকের মেডেল তৈরিতে। ব্রাজিলিয়ান মিন্টের ভেতরে তারা তৈরি করেছেন ৫ হাজর স্বর্ণপদক।

‘তাদেরকে যখন মঞ্চে দেখব, আমি জানব আমি এ মেডেল তৈরি করেছি। আমার মনে হবে আমিই হয়ত একটি মেডেল জয় করেছি।Õ বলছিলেন ভাস্কর নেলসন নেটো কার্নেইরো, যিনি ২০১৬ অলিম্পিক মেডেলের ছাঁচ তৈরি করেছেন।

কার্নেইরো বলেন, ৪১ বছরের কর্মজীবনে ব্রাজিলিয়ান মিন্টে তিনি অনেক কয়েন তৈরি করেছেন। কিন্তু অলিম্পিক মেডেল তৈরির প্রকল্প সবচেয়ে আনন্দায়ক।

মেডেল তৈরির পদ্ধতি সম্পর্কে এ ভাস্কর বলেন, কম্পিউটারে তৈরি করা একটি ছাঁচ নিয়ে তিনি দুÕসপ্তাহ হাতের কাজ করেছেন। এরপর কম্পিউটারে স্ক্যান করা হয়েছে। কারখানায় সে ছাঁচ পাঠানোর আগে অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে মান যাচাই করা হয়েছে।

কারখানা শ্রমিকরা সে ছাঁচ থেকে তৈরি করেছেন নিখুঁত মেডেল। এরপরের কাজ স্বর্ণের প্রলেপ লাগানো।

মেডেল তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৯৪ গ্রাম সিলভার এবং ৬ গ্রাম স্বর্ণ। বর্তমান বাজারমূল্য ৫৮৭ ইউএস ডলার।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh