• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তা অজুহাতে বাংলাদেশে আসছে না কানাডা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪০

এবার বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আঙুল তুললো কানাডা। নিরাপত্তা অজুহাত দেখিয়ে বিশ্ব হকি লিগে খেলতে বাংলাদেশে আসছে না দেশটি। আসছে মাসে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে তাদের খেলার কথা ছিল।

বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) নিশ্চিত করেছে বাংলাদেশে আসছে না কানাডায় হকি দল। তবে বাংলাদেশ হকি ফেডারেশন তাদের বোঝানোর চেষ্টা করছে।

আসছে মাসে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে কানাডার অংশ নেয়ার কথা ছিল।আসছে ৪ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হবার কথা।

এফআইএইচ জানিয়েছে, শেষ পর্যন্ত কানাডা না এলেও টুর্নামেন্টটি ৮ দলেরই হবে। তাদের পরিবর্তে আরেকটি দল এই টুর্নামেন্টে খেলবে।

গেলো বছরের জুলাইয়ে রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২২ জন নিহত হন।এ ঘটনার পর ওই বছরের আগস্টে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় জাপান। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে অক্টোবরে নির্বিঘ্নে বাংলাদেশ সফর করে ইংল্যান্ড ক্রিকেট দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh