• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিও অলিম্পিকের জমকালো উদ্বোধন

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ১১:০০

নতুন বিশ্ব উপহার দেয়ার স্লোগানে সাম্বার দেশে নিজস্ব ঢংয়ে জমকালো উদ্বোধন হলো রিও অলিম্পিকের। ব্রাজিলের স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা) ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিক চলবে ২১ আগস্ট পর্যন্ত।

স্টেডিয়ামের ৭৮ হাজার দর্শক উপস্থিতি প্রমাণ করে দিল অলিম্পিক ঘিরেও সমান উত্তেজিত ব্রাজিল তথা সারা বিশ্বের মানুষ। আর টিভিতে প্রায় ৩০০ কোটি মানুষের চোখ ছিল উদ্বোধনী অনুষ্ঠানের দিকে।

শুরুতেই আতশবাজির রোশনাইয়ে ছেয়ে গেল মারাকানার আকাশ। এরই মধ্যে পলিনহো দা ভিয়োলার কণ্ঠে ব্রাজিলের জাতীয় সঙ্গীতের সঙ্গে পত পত করে আকাশে উড়ল ব্রাজিলের জাতীয় পতাকা। লেজারের আলোয় তখন মারাকানার মঞ্চে ব্রাজিলের সমু্দ্র সৈকত থেকে আমাজনের অভয়ারণ্য। ইউরোপিয়ানদের উপনিবেশের ইতিহাস থেকে শুরু করে বানর, ম্যাকাউ পাখি ও বৃষ্টির শব্দ।

বিশ্বের সবচেয়ে দামি সুপার মডেল জিজেল বুন্দচেন র‌্যাম্প ওয়াক শুরু করতেই অলিম্পিকের উদ্বোধনের রোশনাই যেন বেড়ে গেল কয়েকশ’ গুন। আবার স্টেডিয়াম ঘিরে জ্বলে উঠল নানা রঙের আতশবাজি। তার সঙ্গে সাম্বার ছন্দে প্রায় ছয় হাজার নৃত্যশিল্পী মোহিত করে রাখেন দর্শকদের। জিজেলের ক্যাটওয়াকের সঙ্গে বড় একটি অংশ জুড়ে ছিল তৃতীয় লিঙ্গের ব্রাজিলিয়ান মডেল লি টির পরিবেশনা।অলিম্পিকের ইতিহাসে এটিই প্রথম কোনো তৃতীয় লিঙ্গের মডেলের উপস্থিতি।

শুরু থেকেই রিও-র সমুদ্র সৈকতের দূষণ নিয়ে উত্তপ্ত ছিল ব্রাজিল। অলিম্পিকের উদ্বোধনের আসল থিমই ছিল সেই দূষণ প্রতিরোধ। তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হল ব্রাজিলের সুন্দর দিককে আরও সুন্দর করে তোলার স্বপ্ন। এরপরই দেশের পতাকা হাতে মঞ্চ আলো করতে নেমে পড়লেন অলিম্পিকের আসল যোদ্ধারা। অ্যাথলেটরা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh