• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মুস্তাফিজের অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ২০:১২

লন্ডনের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হতে যাচ্ছে বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার। আগামী বৃহস্পতিবার ফর্টিয়েস হাসপাতালে হবে তার অস্ত্রোপচার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে গেল সপ্তাহে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার। বিসিবি চেয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। এ লক্ষ্যে ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্ক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ গ্রেগ হয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এই কারণেই খানিকটা দেরি হয়েছে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে।

গেল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টায় ওয়ালেসের সঙ্গে দেখা করেন মুস্তাফিজ। জালাল ইউনুস বলেন, ‘ওয়ালেসের সঙ্গে দেখা করার পরই অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। অস্ত্রোপচারের আগে ও পরে কয়েকটা দিন বিসিবির চিকি‍ৎসক দেবাশীষ চৌধুরী মুস্তাফিজের সঙ্গে থাকবেন। অস্ত্রোপচারের পর পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে।

এর আগে ওয়ালেস ২০০৬ সালের ২৭ মার্চ লন্ডনের সেন্ট জন অ্যান্ড সেন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh