• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তান জিতলে ক্ষতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:২০

২০১৫ সালে পাকিস্তানকে হারিয়ে তাদের টপকে র‌্যাঙ্কিংয়ে ৭-এ উঠেছিল বাংলাদেশ। এখন সেই অবস্থানে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে টাইগারদের। সবচে’ মজার বিষয়, সেই স্থান দখল নিয়ে মাশরাফিদের চোখ রাঙাচ্ছে খোদ পাকিস্তানই। তাদের হাতছানি দিয়ে ডাকছে সুযোগও। আসছে বৃহস্পতিবার ৫ ম্যাচ সিরিজে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই বাংলাদেশকে টপকে ৭-এ চলে আসবে পাকিস্তান।

চলমান সফরের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারায় ৪ পয়েন্ট কমে গেছে বাংলাদেশের। টাইগারদের এখন রেটিং পয়েন্ট ৯১।

এদিকে, ১ যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে জেতার সুবাদে পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯০। সেই হিসাবে তারা জিতলেই ৭-এ উঠে আসবে। বাংলাদেশ নেমে যাবে ৮-এ। এছাড়া ওয়ানডেতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এ বিষয়টিও পাকিস্তানকে বেশ সুবিধা দিচ্ছে। তৃতীয় ওয়ানডেতে জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট​ বাড়লেও, হারলে কমবে না। হেরে গেলেও তাদের রেটিং পয়েন্ট থাকবে ৯০-ই।

চলতি বছর ৩০ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh