• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এ নিয়ম না মানলেই নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জানুয়ারি ২০১৭, ২৩:৩৯

অবশেষে হেলমেট সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসছে ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এরপরই হেলমেট নিয়ে নিয়ম কার্যকর করার ঘোষণা দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির নতুন নিয়মে যা বলা হয়েছে- ব্যাট করার সময় হেলমেট পরবেন কি না, তা একান্তই ব্যাটসম্যানের বিষয়। তবে হেলমেট পরলে তাতে অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট জিনিস থাকতে হবে। কোনো ব্যাটসম্যান তা ফলো না করলে তাকে দু’বার সতর্ক করা হবে। এরপরও তা না করলে তাকে ১ ম্যাচ নিষিদ্ধ করা হবে।

আইসিসি জানায়, ২০১৬ সালের জুনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

সংস্থাটির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট জিওফ অ্যালারডাইস বলেন, নিয়ম ভঙ্গের কারণে কোনো ব্যাটসম্যান নিষিদ্ধ হোক-তা আমরা চাই না। আমাদের চাওয়া, ব্যাটসম্যানরা সবচেয়ে নিরাপদ হেলমেটটি মাথায় দিয়ে মাঠে নামুন। সেটি অবশ্যই নতুন ব্রিটিশ স্ট্যান্ডার্ড বিএস ৭৯২৮:২০১৩ অনুযায়ী নিরাপদ হতে হবে। চলতি বছরে দেখা যাচ্ছে, বেশির ভাগই ব্যাটসম্যানই অধিকতর নিরাপদ হেলমেট পরে মাঠে নামছেন।

তিনি বলেন, আমাদের নতুন নিয়ম সবাই মেনে নিয়েছেন। তবে এর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরো কিছু সময় চেয়েছেন কয়েকটি দল।

২০১৪ সালে বলের আঘাতে মারা যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। এর পর থেকেই ব্যাটসম্যানদের নিরাপত্তার কথাটা ক্রিকেট বিশ্বে শোরগোল তোলে। অবশেষে তা কার্যকর হতে যাচ্ছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh