• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুশফিক

আরটিভি অনলাইন, স্পোর্টস ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০১৭, ০৮:৪০

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়লেংটন টেস্টের পঞ্চম দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ড পেসার টিম সাউদির বাউন্সার লাগে টাইগার দলপতির হেলমেটে। আর তাতেই এলোমেলো হয়ে যায় সব।

তবে বাংলাদেশের জন্য সুখবর হলো ভালো আছেন মুশফিক। এমনটাই জানালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, মুশফিক ভালো আছে, কথা বলছে। জ্ঞান হারায়নি। সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিন ব্যাট করতে নামা টাইগার অধিনায়কের হেলমেটে লাগে টিম সাউদির বাউন্সার। আঘাত পেয়ে উইকেটেই শুয়ে পড়েন তিনি। পর্যবেক্ষণের পর মাঠ থেকে অ্যাম্বুলেন্সে নেয়া হয় ওয়েলিংটন হাসপাতালে। ফিরে যাবার আগে তিনি করেছিলেন ১৩ রান ৫৩ বলে।

এর আগে রোববার চতুর্থদিনে রান নিতে গিয়ে বাঁ পায়ের উঁরুতে চোট পান ওপেনার ইমরুল কায়েস। রান নিতে ডাইভ দিয়ে আর উঠেই দাঁড়াতে পারেন নি। দ্রুত স্ট্রেচারে মাঠের বাইরে। পারে নেয়া হয় হাসপাতালে।

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইমরুলের বাঁ পায়ের ঊঁরুর সামনে অংশে টান পড়েছে। অবশ্য এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh