• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হেসেখেলে জিতলো বার্সা, মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০১৭, ১২:০৪

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে ম্যাচে একক আধিপত্য দেখায় ব্লগ্রানারা। যদিও প্রথমার্ধে ১ গোলের বেশি দিতে পারেনি।

ম্যাচের ১৪ মিনিটে আন্দ্রে গোমেজের পাস থেকে বার্সাকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাজিক বয় লিওনেল মেসি। এ গোলের সুবাদে অসাধারণ নজির গড়লেন খুদে জাদুকর। লা লিগায় অংশ নেয়া সব দলের বিপক্ষে গোল করার অনন্য কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় সব দলের বিরুদ্ধে গোল করার কৃতিত্ব গড়েন রিয়াল মাদ্রিদ আইকন রাউল গঞ্জালেস।

ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন সুয়ারেজ। ৫৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তুর্কি প্লে-মেকার আরদা তুরান। আর ৮০ মিনিটে লাস পালমাসের কফিনে শেষ পেরেক এঁটে দেন আলেক্স ভিদাল।

এ জয়ে দু’ম্যাচ বেশি খেলেও রিয়াল মাদ্রিদ থেকে দু’পয়েন্ট পিছিয়ে লুইস এনরিকের শিষ্যরা।

এদিকে, নিকোলাস গাইতানের একমাত্র গোলে রিয়াল বেটিসের বিপক্ষে জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অন্যদিকে, রোববার সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও র‌্যামোন সানচেজ পিজুয়ানে খেলাটি শুরু হবে রাত পৌনে ২টায়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh