• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোচ রায়ান, ট্রেনার হুইটেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৭, ২১:৪২

জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে নিয়োগ দেয়া হলো রায়ান সেন ফোর্টকে। আর ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জন হুইটেলকে।

শনিবার দুপুরে বাফুফে ভবনে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

তিনি জানান, মার্চে বঙ্গবন্ধু কাপ ও অনূর্ধ্ব-২২ দলের টুর্নামেন্টকে সামনে রেখে এ দু’জনকে আপাতত দু’মাসের জন্য নিয়োগ দিচ্ছে বাফুফে। সাফল্য এলে পরবর্তী ১ বছরের জন্য নিয়োগ দেয়া হবে।

তিনি আরো বলেন, মূল কোচের ব্যাপারেও আলোচনা চলছে। দু’এক দিনের মধ্যে সেই বিষয়েও জানানো হবে।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী ক্লাবকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। শুভেচ্ছাবার্তাটি আনুষ্ঠানিকভাবে আবাহনীর প্রধান নির্বাহী কাজী নাবিল আহমেদের হাতে তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh