• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফুটবলে বছরে বছরে সেরা তারাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০১৭, ১২:৩৯

সদ্যই হয়ে গেলো ফিফা বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান। জুরিখে জমকালো এ অনুষ্ঠানে হাজির ছিলেন বর্তমান ফুটবল বিশ্বের রথি-মহারথীরা। এতে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যানকে পেছনে ফেলে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ একটি বাৎসরিক পুরস্কার। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের ওপর ভিত্তি করে এটি দেয়া হয়। বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ এবং অধিনায়কের ভোটের ভিত্তিতে প্রতিবছর একজন পুরুষ ও একজন নারী ফুটবলারকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। একজন কোচের ৩টি ভোট থাকে যেগুলোর পয়েন্ট যথাক্রমে ৫, ৩ ও ১। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত হন।

পুরুষ বিভাগে পুরস্কারটি চালু হয় ১৯৯১ সালে। এ পর্যন্ত ২৬ জন ফুটবলার ফিফা বর্ষসেরার পুরস্কার বগলদাবা করেছেন। এবার সেই তালিকায় আমরা চোখ বুলিয়ে নেবো-

১৯৯১ লোথার ম্যাথাউস (জার্মানি)

১৯৯২ মার্কো ফন বাস্তেন (হল্যান্ড)

১৯৯৩ রবার্তো বাজ্জো (ইতালি)

১৯৯৪ রোমারিও (ব্রাজিল)

১৯৯৫ জর্জ উইয়াহ (লাইবেরিয়া)

১৯৯৬ রোনালদো (ব্রাজিল)

১৯৯৭ রোনালদো (ব্রাজিল)

১৯৯৮ জিনেদিন জিদান (ফ্রান্স)

১৯৯৯ রিভালদো (ব্রাজিল)

২০০০ জিনেদিন জিদান (ফ্রান্স)

২০০১ লুইস ফিগো (পর্তুগাল)

২০০২ রোনালদো (ব্রাজিল)

২০০৩ জিনেদিন জিদান (ফ্রান্স)

২০০৪ রোনালদিনহো (ব্রাজিল)

২০০৫ রোনালদিনহো (ব্রাজিল)

২০০৬ ফ্যাবিও ক্যানাভারো (ইতালি)

২০০৭ কাকা (ব্রাজিল)

২০০৮ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

২০০৯ লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১০ লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১১ লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১২ লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১৩ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

২০১৪ ক্রিশ্চিয়ানোরোনালদো (পর্তুগাল)

২০১৫ লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১৬ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

* ২০১০-২০১৫ সাল পর্যন্ত বর্ষসেরা খেলোয়াড় পেয়েছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার

* ২০১৬ সাল থেকে এর নতুন নাম দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh