• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ খেলবে ৪৮ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জানুয়ারি ২০১৭, ১৮:২২

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল ৪৮ দলের অংশগ্রহণে হবে ফুটবল বিশ্বকাপ। এবার সেটি বাস্তবে রূপ নিলো।

মঙ্গলবার জুরিখে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) জানালো ২০২৬ সাল থেকে বিশ্বকাপে খেলবে ৪৮ দল।

নির্বাচনী ইশতেহারে বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিশ্রুতি দেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এদিন সংস্থাটির কাউন্সিলের সভায় তার এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নতুন ফরম্যাটে ৪৮ দল ১৬টি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপ খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল। গ্রুপ পর্বে থাকবে পেনাল্টি শুটআউট।

টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৮০টি। গ্রুপ পর্বে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের সেরা দু’দল উঠবে নকআউট পর্বে। ৩২টি দলকে নিয়ে হবে প্রথম নকআউট পর্ব।

বর্তমানে ৩২ দলের ফরম্যাটে মোট ম্যাচ হয় ৬৪টি।

১৯৯৮ সাল থেকে ৩২টি দল বিশ্বকাপ খেলে আসছে। ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপও ৩২টি দলের অংশগ্রহণে হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh