• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোনালদো, দ্য বেস্ট

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৭, ১০:৪৯

ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ খেতাব জিতলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো তিনি ‘দ্য বেস্ট’খেতাব জিতলেন। এজন্য তাকে পেছনে ফেলতে হয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যানকে।

বছরে সর্বোচ্চ গোল ও বার্সেলোনার হয়ে ডাবল জেতা সত্বেও, জাতীয় দলের হয়ে শিরোপাহীন থাকায় মেসিকে পেছনে ফেলতে পেরেছেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগালের হয়ে ইউরো শিরোপা ঘরে তোলায় এবার বেশি ভোট পড়েছে সিআর সেভেনের পক্ষে।

তবে এবার টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখেন লয়েড।

এদিকে বর্ষসেরা কোচের খেতাব পেয়েছেন লেস্টার সিটির ইতালিয়ান কোচ ক্লদিও রানিয়েরি। প্রথমবারের মতো লেস্টারকে ইংলিশ লিগ জেতান তিনি। আর বর্ষসেরা নারী কোচ হয়েছেন, জার্মানীর সিলভিয়া নিদ। অন্যদিকে প্রথম এশিয়ান হিসেবে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন, মালয়েশিয়ার মোহাম্মদ ফায়েজ সুবরি।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh