• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির কবজির হাড়ে চিড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:৫৯

বাংলাদেশ ক্রিকেটভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ। ফের ইনজুরিতে পড়লেন মাশরাফি বিন মুর্তজা। তার কবজির হাড়ে চিড় ধরা পড়েছে।

তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ড ইনিংসের ১৮তম ওভার করছিলেন মাশরাফি। ওই ওভারের দ্বিতীয় বলটি ছিল ফুল টস। সেটি সজোরে হিট করেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি থামানোর চেষ্টা করেন বাংলাদেশ ক্যাপ্টেন। বিপত্তি ঘটে সেখানেই। প্রচণ্ড আঘাত পান কবজিতে। তীব্র ব্যথায় কাতরাতে থাকেন।

ফিজিও তাৎ​ক্ষণিক চিকিৎ​সা দেয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মাশরাফি। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎ​সা হিসেবে ব্যবহার করেন বরফ। ম্যাচ শেষে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে স্ক্যান করার পর জানা যায়, তার কবজির হাড়ে চিড় ধরা পড়েছে।

মাশরাফি মাঠ ছেড়ে চলে গেলে ওভারের শেষ ৪ বলে করেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ অধিনায়কের ইনজুরির ব্যাপারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। ফলে কতো দিন এ লড়াকু ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে কিংবা অস্ত্রোপচার করতে হকে কি না, তাও থেকে যাচ্ছে অন্তরালে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh