• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হলো না ইতিহাস গড়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০১৭, ২০:৫১

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। বুধবার প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতার স্বস্তি নিয়ে। দ্বিতীয়ার্ধেও লড়াইয়ের ইঙ্গিত মেলে। কিন্তু হাস্যকর কিছু ভুলের চড়া মাশুল দিতে হলো বাংলাদেশকে।

খেলার ১২ মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন ফরোয়ার্ড ড্যাঙ্গমেই গ্রেস। ৪০ মিনিটে সমতা ফেরান বাংলাদেশের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। ৬০ মিনিটে ভারতীয় পেনাল্টি পায় ভারত। মিডফিল্ডার সাসমিতা মালিক এগিয়ে দেন ভারতকে। ৬৬ মিনিটে শিরোপাধারীদের পক্ষে তৃতীয় গোলটি করেন ইন্দু মতি।

এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনাল খেললো ভারত। আগের তিন আসরের শিরোপা তারাই জিতেছিল। এবারো তাদেরই জয়। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলছে বাংলাদেশ। প্রথম শিরোপা জিততে মরিয়া বাংলাদেশের হাতে অধরা রয়ে গেলো জয়।

এসজে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh