• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোপের কাছে মেসিই সেরা

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১৬:০২

লিওনেল মেসি। গেল এক যুগ ধরে ফুটবল বিশ্বে এই নামটাই এসেছে সবচেয়ে বেশি। নিজের পারফরম্যান্স দিয়ে ইতিহাসকে নতুন করে লিখিয়েছেন। মাঠে যতক্ষণ থাকেন বিখ্যাত ‘বা’ পায়ের কারুকাজে মুগ্ধ করে রাখেন ফুটবল প্রেমীদের। মাঠে দু’দলের ২২ জন খেলোয়াড় থাকলেও ক্যামেরাম্যানদের ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে রাখতে বাধ্য করেন । ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় নিয়ে আলোচনাই বলুন কিংবা বিতর্ক, সেটি অনেক পুরোনো। ইতিহাসের সেরা ফুটবলারের মধ্যে অনেকেই মেসিকে সেরা হিসেবে ঘোষণা দিয়েছেন । কিন্তু প্রসঙ্গটা এমন একজন তুলে আনলেন, যা আলাদা গুরুত্ব বহন করে। এবার পোপ ফ্রান্সিস বললেন, লিওনেল মেসিই ফুটবল–ইতিহাসে সেরা খেলোয়াড়। মেসি পেলে-ম্যারাডোনার চেয়েও ভালো। পোল্যান্ডে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন পোপ।

খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা ফ্রান্সিস নিজে ফুটবলের পাগল। পোপ ফ্রান্সিস এরই মধ্যে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়ে সবার মনও জিতে নিয়েছেন। এবার মেসিভক্তদের মনও নতুন করে জিতলেন সন্দেহ নেই। পোপের মুখে মেসিকে সেরা ঘোষণা তো একরকম বিশাল স্বীকৃতিই।

আর্জেন্টিনায় জম্ম নেয়া ৭৯ বছর বয়সী এই ধর্মীয় নেতা পেলে-ম্যারাডোনার খেলাও দেখেছেন। এই দুজনের নাম সরাসরি উল্লেখ করে পোপ বলেছেন, ‘আমার চোখে মেসি ম্যারাডোনা আর পেলের চেয়েও ভালো।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh