• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন:

  ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৫

২০১৬ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর ইউরো ২০১৬ বিজয়ী পর্তুগাল জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোসও পেয়েছেন এ সম্মান।

দুবাইয়ে অনুষ্ঠিত এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিল সপ্তম আসর। এর আগে মাসের শুরুতে চতুর্থবারের মত ব্যালন ডি’অর জয় করেন সিআর সেভেন।

চলতি বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত দেশকে শিরোপার স্বাদ উপহার দেবার পাশাপাশি রিয়ালকে রেকর্ড ১১ বারের মত ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উপহার দেয়াই রোনালদোকে সেরার মর্যাদা দিয়েছে।

অ্যাওয়ার্ড নাইটে নিজে উপস্থিত থাকতে না পারলেও একটি ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রোনালদো। তিনি বলেছেন, ‘সম্ভবত এটাই আমার ক্যারিয়ারের সেরা বছর। মানুষ এখনো আমাকে নিয়ে, রিয়াল মাদ্রিদকে নিয়ে, জাতীয় দল নিয়ে সন্দেহ করে, তারা প্রতিনিয়ত প্রমাণ চায়। আমরা এবার সবকিছুই জয় করেছি। সত্যিই বছরটা অসাধারণ কেটেছে। আমি দারুণ খুশী।’

ফ্রান্সের অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশীপে পর্তুগালকে শিরোপা উপহার দেয়ার নেপথ্যে কারিগর ৬২ বছর বয়সী সান্তোস সেরা ম্যানেজারের খেতাব জয় করেছেন। এদিকে, বর্ষসেরা ক্লাবের ট্রফি ঘরে তুলেছে চ্যাম্পিয়নস লীগ বিজয়ী রিয়াল মাদ্রিদ। প্যারিস সেইন্ট জার্মেইর বর্তমান কোচ উনাই এমেরি পার্ক ডি প্রিন্সেসে মৌসুমের মাঝামাঝিতে চাপের মধ্যে রয়েছেন। যদিও ফ্রান্সে পাড়ি জমানোর আগে সেভিয়াকে টানা তৃতীয়বারের মত ইউরোপা লীগের শিরেপা দিয়ে গেছেন। তিনিও সেরা ম্যানেজারের বিশেষ পদক জিতেছেন।

ক্যারিয়ারে অসাধারণ কৃতিত্বের জন্য ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো বিশেষ পুরস্কার পেয়েছেন।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh