• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুশফিকের চোট কতোটা গুরুতর, জানা যাবে ৪৮ ঘণ্টা পর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:২৯

রানআউট থেকে বাঁচতে ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছেন। খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। দলের দরকারেও আর মাঠে নামতে পারেননি। সেই মুশফিকুর রহিমের কি অবস্থা এখন? দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন তো? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের সহস্র ক্রিকেট সমর্থকদের মনে।

অবশ্য এ নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা জানালেন, মুশফিকের অবস্থা ৪৮ ঘণ্টা পর জানা যাবে। ওই সময়ই জানা যাবে, তার চোট কোন পর্যায়ের, কতোটা গুরুতর।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে নেলসনে। এর আগে স্ক্যান করা হবে। তারপরই মুশফিকের চোট গুরুতর কি না জানা যাবে।

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে ভালোই খেলছিলেন মুশফিক। কিন্তু বিপত্তি ঘটে ৩৮তম ওভারে। ওই ওভারের দ্বিতীয় বলে কঠিন সিঙ্গেল নিতে যান তিনি। রানআউট থেকে বাঁচতে যারপরনাই ডাইভ দেন। ওই সময়ই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। মাঠে কিছুক্ষণ সেবা-শুশ্রূষার পর উঠে দাঁড়ান। তবে এরপর আর খেলতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নেন আহত অবসর। মাঠ ছাড়ার সময় তার রান ছিল ৪৮ বলে ৪২।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh