• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

অরণ্য গফুর

  ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:২৫

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলা শুরু হবে সোমবার ভোর ৪টায়। ৩ বছর পর দ্বিপক্ষীয় সিরিজে লড়াইয়ে নামার আগে টাইগারদের ভাবনাজুড়ে থাকছে কন্ডিশন।

হ্যাগলি পার্কের সবুজ গালিচাতেই ক্রিকেট যুদ্ধে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। যেখানে সবুজের শান্ত স্নিগ্ধতা ছাড়িয়ে নিজেদের শ্রেষ্ঠ্যত্ব প্রতিষ্ঠায় পরস্পরের দিকে চোখ রাঙাবে টাইগার ও ব্লাক ক্যাপস সদস্যরা।

দেশের মাটিতে দু’বার হোয়াইটওয়াশ করলেও টাইগাররা উল্টো ফল পেয়েছে প্রতিপক্ষের মাঠে। তাসমান সাগর পাড়ে এখনো কিউইদের হারাতে পারেননি মাশরাফি-সাকিবরা। গাপটিল-সাউদিদের চেয়ে এখন বড় হয়ে উঠেছে কন্ডিশন। সেটা মাথায় রেখেই ১৬ দিন আগে দেশ ছাড়ে তামিম-মুশফিকরা।

পেস বোলিংবান্ধব নিউজিল্যান্ডের উইকেটগুলোয় ভালো করতে টাইগার একাদশে অন্তত ৩ জন পেসার খেলানো নিশ্চিত। মাশরাফির সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ায় আগুন ঝরানো রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ ফেরায় আরো উজ্জীবিত সফরকারী শিবির। অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। তবে ওপেনিং ব্যাটিংয়ে তামিমের সঙ্গী ইমরুল নাকি সৌম্য তা নিয়ে এখনো দ্বিধায় টিম ম্যানেজমেন্ট।

আগের ২৫ বারের দেখায় জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। কিউইদের ১৭ জয়ের বিপরীতে ৮ জয় টাইগারদের।

সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হলেও শেষ দেখায় হেসেছে কিউইরা। স্বাগতিক হবার ফায়দা পুরোটাই উসুল করতে কেন উইলিয়ামসনের প্রধান অস্ত্র টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের পেস। স্পিনে ভেটোরির অভাব পূরণের দায়িত্ব স্যান্টনারের।

বক্সিং ডেতে অন্য ম্যাচ ছাপিয়ে টাইগার-কিউই লড়াই দিয়ে নজর কেড়ে নিতে পুরোটাই প্রস্তুত হ্যাগলি ওভাল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh