• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০১৬, ২১:৫৯

৪০তম জাতীয় অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনদিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতা শেষে ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে চ্যাম্পিয়ন হন তারা।
অন্যদিকে, ১১ স্বর্ণসহ ২৬টি পদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আর ২টি স্বর্ণসহ ৬টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর।
এবারের প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে নারী ও পুরুষ বিভাগে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সার্ভিসেস দলের প্রায় ৬শ’ প্রতিযোগী অংশ নেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh