• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছেলে আউট, কষ্টে প্রাণ হারালেন বাবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৩
ছবিটি প্রতীকী

ছেলে খেলছে আর বাবা দেখছেন। বেশ ভালোই ব্যাট করছিলেন তূর্য সাহা। কিন্তু ব্যক্তিগত ৮০ রানের মাথায় আউট হয়ে যায় সে। ছেলে আউট হয়ে ফিরতেই বাবাও ঢলে পড়েন মৃত্যুর কোলে।

কলকাতার টাউন মাঠে মঙ্গলবারই ঘটে গেলো হৃদয়বিদারক এ ঘটনা।

তূর্যর বাবা তুলসী সাহা একজন ক্রীড়াপ্রেমী। ছেলেকে বড় ক্রিকেটার বানানোর ইচ্ছা ছিল তার। গেলো বছরও ছেলের খেলা দেখার জন্য মাঠে নিয়মিত হাজির হয়েছিলেন। সবকটি ম্যাচই মাঠে বসে দেখেছিলেন তিনি।

সিএবি ক্রিকেট লিগে শরৎ সমিতি ও সাবার্বানের মধ্যে খেলা চলছিল। সাবার্বানের ক্রিকেটার তূর্য সাহা বেশ ভালোই ব্যাট করছিলেন। অনেকেই যখন তার সেঞ্চুরির গন্ধ পেতে শুরু করেন তখনই ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান তূর্য।

ছেলে আউট হয়ে ফিরতেই মাঠের বাইরে চেয়ারে বসে থাকা তুলসী সাহা ঢলে পড়েন মাটিতে। তাকে পড়ে যেতে দেখে ঘটনাস্থলে ছুটে যান সুবার্বানের কর্মকর্তারা। উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই চিরবিদায় নিয়েছেন তুলসী সাহা।

তূর্যের বাবা মারা যাবার পরও খেলা বন্ধ হয়নি। তবে বাবার নিথর দেহ নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় তূর্যকে।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh