• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গলে শুরু, গলেই বিদায় হেরাথের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৮, ২০:৫৩

আর মাত্র একটা টেস্ট। এই ম্যাচ খেলে সাদা জার্সিটা তুলে আজীবনের জন্য তুলে রাখবেন লঙ্কান ঘূর্ণি জাদুকর রঙ্গনা হেরাথ। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৯২টি টেস্ট।

এই ৯২ টেস্টেই নিয়েছেন ৪৩০টি উইকেট। ম্যাচ খেলার ঝুলিতে হয়তো আরও অনেক ম্যাচ জমা হতো, যদি না মুরালির সময়ে দলে না আসা হতো। ক্যারিয়ারের প্রায় ১০বছর খেলেছেন মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে। তাই দলে সুযোগও পাওয়া হয়েছে কম।

তবে মুরালিধরনের বিদায়ের পর হেরাথই হয়ে উঠেছেন লঙ্কানদের মূল স্পিন শক্তি।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক হয় তার। ক্যারিয়ারের ১০০তম উইকেটও নেন এই মাঠেই। ইনিংসে ৩৪বার ৫ উইকেট পেয়েছেন, ম্যাচে ১০ উইকেট পেয়েছেন নয়বার। ক্যারিয়ারের শেষ টেস্টে আর ৫ উইকেট পেলেই উঠে আসবেন স্যার রিচার্ড হ্যাডলি, স্টুয়ার্ট ব্রড ও কপিল দেবকে হটিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৭ নম্বরে।