• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিবের টি-টোয়েন্টি এক্স লিগ খেলা নিয়ে দ্বিধা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৮, ১৭:৩১

সাকিব আল হাসান এখনও পুরোপুরি ফিট নন ব্যাটে-বলে মাঠে নামার জন্য। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের আশা, খুব শিগগিরই ক্রিকেটে ফিরবেন তিনি। পুরনো চোটে নতুন করে মাথাচাড়া দেয়ায় মাঝপথে ফিরে আসতে হয়েছে এশিয়া কাপ থেকে।

দুবাই থেকে ফিরেই ভর্তি হতে হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। যেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণাপন্ন হতে হয় অস্ট্রেলিয়াতে ডা. ডেভিড হয় এর কাছে।

সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরে সাকিব জানান, আপাতত অপারেশনের প্রয়োজন নেই। মাঠে ফেরার ব্যাপারটা তাঁর নিজের উপরই নির্ভর করছে। যদি আবারও সমস্যা দেখা দেয় তবে ছয় মাস অপেক্ষা করতে হবে অস্ত্রোপচারের জন্য।

সাকিবও তাই আশা করছেন দ্রুত মাঠে ফেরার ব্যাপারে। ঘরের মাঠে জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারছেন না সেটা প্রায় নিশ্চিত।