• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিজ শুরু দারুণ জয় দিয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ২২:১৯

‘ঘরের মাঠে আমরাই ফেভারিট’, বাংলাদেশ অধিনায়কের মুখে এমনটা শোনা না গেলেও জিম্বাবুয়ের অধিনায়ক বলেছিলেন এই সিরিজে তারাই ফেভারিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এখনও বাকি আছে আরও দুই ম্যাচ। তবে প্রথম ম্যাচ জিতে যে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেছে এটাই এখন সত্য।

আজ রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই মাঠে ২৫০ রান করলে যে কোনও দলই যে জিততে পারে সেটা গতকাল সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

এই লক্ষ্যেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়কের। কিন্তু ব্যাটিংয়ে নেমে যেভাবে উইকেট দিয়ে আসার মিছিল শুরু করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা তাতে ২০০ রান পার হতো কি না তা নিয়েই ছিল সন্দেহ।

দলীয় ১৬ রানের মাথায় ১৪ বলে চার রান করে বিদায় নেন লিটন দাস। এরপর অভিষিক্ত ফজলে রাব্বিও ফেরেন রানের খাতা খোলার আগে।