• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

লিওনেল মেসির ভক্তদের জন্য দুঃসংবাদ। চোট পেয়েছেন বার্সেলোনার মহাতারকা। আর তাই তিন সপ্তাহের জন্য মাঠ থেকে দূরে থাকতে হচ্ছে বার্সা অধিনায়ককে।

শনিবার সেভিয়ার সঙ্গে স্প্যানিশ লা লিগার ম্যাচে ৪-২ গোলে বার্সা জিতলেও হারাতে হয়েছে দলের সবচেয়ে সেরা খেলোয়াড়কে। ম্যাচের ২৬ মিনিটের মাথায় মাঠের মধ্যে পড়ে যান মেসি। এসময় দেহের পুরো ভারটা গিয়ে পড়েছিল ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ডান হাতের উপর।

মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় আর্জেন্টাইন ফুটবল জিনিয়াসকে। তার আগেই অবশ্য ১টি গোল করে ও ১টি করিয়ে নিজের কাজটা সেড়ে ফেলেছিলেন বার্সা মহারাজ।

তিন সপ্তাহ মাঠে থাকছেন না দলপতি উল্লেখ করে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির ডানহাতের হাড় ভেঙে গেছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে।

ফলে এক সপ্তাহ পরে ন্যু ক্যাম্পে বার্সাকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাতে হবে মেসিকে ছাড়াই। শুধু তাই নয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে দুটি লেগের ম্যাচেই দেখা যাবে না আর্জেন্টাইনকে।

এছাড়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছাড়াই বার্সেলোনাকে খেলতে হবে কোপা দেল রে’র একটি ও লা লিগার আরও দুটি ম্যাচ।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh