• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন মরিস, বেহারডিন ও প্রিটোরিয়াস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ অক্টোবর ২০১৮, ১৯:২৬

কদিন পরেই অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সফরে থাকছে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরেছেন দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা পেসার ক্রিস মরিস, ব্যাটসম্যান ফারহান বেহারডিন ও ডোয়াইন প্রিটোরিয়াস।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকান ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করায় দলে সুযোগ পেয়েছেন বলে মনে করেন দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

মরিসের ফেরা নিয়ে নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি বলেন, সে সবশেষ ঘরোয়া লিগে সর্বোচ্চ উইকেট শিকারি। তাছাড়া শেষদিকে অনেক কার্যকরী ব্যাটিংও করে থাকে। যে জন্য তাকে দলে ফেরানো হয়েছে।

অন্যদিকে চোটের কারণে দল থেকে ছিটগে গেছেন হাশিম আমলা ও জেপি দুমিনি।

এছাড়াও সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে খারাপ খেলায় দল থেকে বাদ পড়েছেন ডিন এলগার ও খায়া ঝন্ডো।

আগামী ৩ নভেম্বর পার্থে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। অ্যাডিলেড ও হোবার্টে ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৭ নভেম্বর ক্যানবেরায়।

দক্ষিণ আফ্রিকা দল:

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও ডেল স্টেইন।

আরও পড়ুন :

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh