• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার ফ্রান্সের বিপক্ষেও হারল জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ অক্টোবর ২০১৮, ১০:৫৩

বছরটা মোটেই ভালো যাচ্ছে না জার্মানির৷ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয়া দলটির দুঃস্বপ্ন অব্যাহত রয়েছে৷ নেদারল্যান্ডসের বিপক্ষে বড় বিপর্যয়ের পর এবার ফ্রান্সের কাছে হারতে হলো জোয়াকিম লো’র শিষ্যদের।

উয়েফা নেশন লিগে রেলিগেশন ম্যাচে গেল শনিবার ডাচদের কাছে ৩টি গোল হজম করার পর বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হারের লজ্জা পেতে হলো জার্মানদের৷

ফ্রান্সের হয়ে দু’টি করেছেন আঁতোয়া গ্রিজম্যান। আর জার্মানির মিডফিল্ডার টনি ক্রুজ একমাত্র গোলটি করেন৷

গেল সপ্তাহে ২০০৭ সালে বিশ্বকাপ জয়ী দলটিকে প্রীতি ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বিশ্বচ্যাম্পিয়নরা৷ কিন্তু এদিন জার্মানির বিপক্ষে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে হুগো লরিসের দলকে৷

আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর এদিন দলে পাঁচ পরিবর্তন করেছিলেন জার্মান কোচ৷ কিন্তু তাতেও হার এড়াতেও পারল না৷

১৪ মিনিটে পেনাল্টির মাধ্যমে গোলটি করে জার্মান দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রুস৷ প্রথমার্ধে জার্মানরা দাপট দেখায়। তবে দ্বিতীয়ার্ধের পর সব হিসেব পাল্টা যায়।

৬২তম মিনিটে হেডের মাধ্যমে প্রথম গোলটি করেন গ্রিজম্যান। আর ৮০তম মিনিটে পেনাল্টি শটে এগিয়া যায় ফ্রেঞ্চরা। শেষ পর্যন্ত ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
X
Fresh