• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের নায়ক মিরান্ডা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ অক্টোবর ২০১৮, ০৮:০২

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে নেমেছিল ব্রাজিল। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামের পুরোটা জুড়ে ছিল ফুটবল জ্বরে আক্রান্ত। গ্যালারি থেকে সেই রেশ ছড়িয়েছিল পুরো বিশ্বজুড়ে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটটি আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। তবে ভক্ত-সমর্থকদের ফলাফল জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৩) একমাত্র গোলে রুদ্ধশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা৷

মঙ্গলবার রাতে শেষ মুহূর্তে নেইমারের করা কর্নার থেকে হেডের মাধ্যমে গোল করেন জোয়াও মিরান্ডা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের অভিজ্ঞ এই ডিফেন্ডারের জাতীয় দলের হয়ে তৃতীয় গোল এটি।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টাইনদের সামনে৷ মাত্র আট মিনিটে বক্সের বাইরে থেকে গোল করতে ব্যর্থ হন নিকোলাস তাগলিয়াফিকো৷ এর পর ২৮ মিনিটে প্রথমবারের মতো গোলের আসে সেলেকাওদের কাছে। তবে কাজে লাগাতে পারেননি মিরান্ডা। দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন৷ নেইমারের ক্রস ধরে প্রতিহত করেন আর্জেন্টিনার হয়ে খেলা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির বিশেষ অসুবিধা হয়নি৷

বিরতিতে যাবার আগ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দুই জায়ান্টদের মধ্যে কেউই গোলের দেখা পায়নি৷ ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ৷ দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ফের গোলের সুযোগ আলবেসিলেস্তেরা৷ ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দি শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে থেকে চলে যায়৷ ফলে এবারও লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা শিবির লিড নিতে ব্যর্থ হয়৷

দু’ দলই গোলের জন্য মরিয়া হয়ে বেশ কয়েকটি পরিবর্তন করে৷ তবে ফলাফলে পরিবর্তন আসেনি কোনো৷ নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ছিল৷

ম্যাচের শেষ দিকেও গোলের সুযোগ নষ্ট করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার৷ ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকের মাধ্যমে গোল করতে পারেননি সাম্বা অধিনায়ক। তবে শেষ সময়ে মিরান্ডার গোলে ১-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা৷

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh