• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে ‘প্রীতি’ বলতে নারাজ তিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ অক্টোবর ২০১৮, ১৯:০৪
অধিনায়ক নেইমারের সঙ্গে ব্রাজিল কোচ তিতে

দুই দল মুখোমুখি হয়েছে ১০৪ বার। ২৬টিতে ড্র, ব্রাজিলের জয় ৪০টি অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে ৩৮টি ম্যাচে। সবচেয়ে মজার তথ্যটি হচ্ছে দল দুটি ১৬২টি করে গোল দিয়েছে একে ওপরকে। আগামী মঙ্গলবার একে অপরের বিপক্ষে ফের মাঠের লড়াইয়ে নামছে দক্ষিণ আমেরিকার দেশ দুটি। সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। তবে এই ম্যাচটিকে প্রীতি ম্যাচ বলতে নারাজ ব্রাজিলের কোচ তিতে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৫৭ বছর বয়সী এই কোচ বলেন- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। ম্যাচটিতে আমাদের আরও ভালো করতে হবে। তা না হলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হবে।’

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে শুক্রবার রাতে রিয়াদে সৌদির বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নেইমার নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি না থাকলেও ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh