• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৮, ১৪:৩৩

চলতি সপ্তাহে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার সেরা দলটিকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার লাল-সবুজের প্রতিনিধিদের সংবর্ধনা দেবেন তিনি। গণভবনে বিকেল পাঁচটায় সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হবে।

একই সঙ্গে এএফসি অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের গ্রুপ সেরা দলকেও সংবর্ধনা দেবেন বঙ্গবন্ধু কন্যা।

গেল রোববার প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের নেপালকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের ওই ম্যাচটিতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল।

গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের আভাস আগেই দিয়েছিল মিসরাত জাহান মৌসুমী নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষচারে ওঠে স্বপ্না-তহুরারা।

সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা। শিরোপা লাভের পর গেল সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh