• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৩৩ বছর বয়সে অভিষেক, অতঃপর...

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৮, ১৮:৪১

পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৮২ রানের বিশাল সংগ্রহ ঠেলে লিড দেয়া তো দূরে থাক অজিদের, ৩৩ বছর বয়সী অভিষিক্ত বিলাল আসিফের ঘূর্ণিতে মাত্র ২০২ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

অ্যারন ফিঞ্চেরও অভিষেক টেস্ট এটি। অজি দুই ওপেনার ফিঞ্চ আর উসমান খাজা মিলে দারুণ শুরুর পরও দুমড়ে-মুচড়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

ওপেনিং জুটি ভাঙ্গে ১৪০ রানের মাথায়। এরপর টপ, মিডল আর লোয়ার অর্ডারের ৮ ব্যাটসম্যান মিলে করেন মাত্র ৬০ রান।

ফিঞ্চ অভিষেকেই খেলেন অর্ধশত রানের ইনিংস। ১৬১ বলে আট চারে করেন ৬২ রান। আরেক ওপেনার উসমান খাজা করেন ১৬১ বলে ৬২ রান। এই দুই ওপেনারের বিদায়ের পর বাকিরা উইকেটে এলেন আর গেলেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস আর বিলাল আসিফ মিলে ভাগাভাগি করে নেন অজিদের ১০ উইকেট।

আব্বাস নেন ৪ উইকেট। বিলাল আসিফ অভিষেক ম্যাচেই অর্জন করেন ৬ উইকেট নেয়ার কৃতিত্ব। ২১.৩ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। এখন পর্যন্ত অজিদের সামনে লিড দাঁড়িয়েছে ৩০৭ রানের।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh