• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে টটেনহ্যাম তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৮, ১৭:১০

কয়েক দিন পরই আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই। গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিলিয়ানরা। এর মানে হচ্ছে ফুটবল প্রেমীদের মনে বাড়তি উন্মাদনা। ‘ব্যাটল অব দ্য সাউথ আমেরিকানস’ শুরুর আগে চোটের কারণে ব্রাজিল শিবির থেকে আগেই ছিটকে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। এবার নতুন দুঃসংবাদটি হচ্ছে গ্রেমিওর ফরোয়ার্ড এভারটন সোয়ারেস চোটের কবলে পড়েছেন। আর তাই দলে ডাক পেয়েছেন টটেনহ্যাম হটস্পার তারকা লুকাস মউরা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্কাই স্পোর্টস জানায়, ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে খেলা এভারটন চোটে পড়েছে। আর তার জায়গায় দুই বছর পর সেলেকাওদের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী লুকাস।

সব শেষ ২০১৬ সালের জুনে কোপা আমেরিকায় একুয়েডরের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন এই ফরোয়ার্ড।

চলতি সপ্তাহে স্প্যানিশ ক্লাব রিয়ালের তারকা মার্সেলো চোট পেলে অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপে লুইস যোগ করা হয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির স্কোয়াডে।

আর্জেন্টইনদের বিপক্ষে নামার আগে আগামী ১২ অক্টোবর সৌদি আরবের মুখোমুখি হবে নেইমার নেতৃত্বাধীন দলটি। চারদিন পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নামবে তিতের শিষ্যরা।

সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক

আলিসন, এদারসন, ফেলিপে।

সেন্টার-ব্যাক

মার্কুইনহোস, মিরান্দা, পাবলো।

ফুল-ব্যাক

অ্যালেক্স সান্দ্রো, দানিলো, এদের মিলিতাও, ফ্যাবিনহো, ফিলিপে লুইজ।

মিডফিল্ডার

আর্থার, কাসেমিরো, ফ্রেদ, ফিলিপে কুতিনহো, রেনাতো অগাস্তো, ওয়ালেস।

ফরোয়ার্ড

রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, ম্যালকম, নেইমার, রিচার্লসন, লুকাস মউরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh