• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগে বার্সার জয়, শীর্ষ গোলদাতা মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৮, ১৪:১৩

চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসি নিজেই করছেন দুটি গোল।

বুধবার ম্যাচের দুই মিনিটের মাথায় কুতিনহোর গোলে এগিয়ে যায় বার্সা। ইংলিশ দলটির বিপক্ষে ২৮ মিনিটের ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচের অসাধারণ গোলে ব্যবধান বাড়ায় ব্লাউগ্রানারা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে ওয়েম্বলির মাঠ ছেড়েছিলেন মেসি নেতৃত্বাধীন দলটি। বিরতির পর ফিরে এসেই হ্যারি কেন ব্যবধান কমান। টটেনহ্যাম অধিনায়কের গোলের মিনিট চারেক বাদেই ৫৬ মিনিটে গোল পায় বার্সা। দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন মেসি।

ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টাইন তারকা এরিক লামেলা টটেনহ্যামের হয়ে ব্যবধান কমান। ম্যাচের ফল তখন ২-৩। এরপর খেলার শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অয় জয়ী মেসি।

এতে ইউরোপ সেরার লড়াইয়ের চলতি মৌসুমে দুই ম্যাচে পাঁচ গোল করে সবার উপরে রয়েছেন মেসি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাউলো দিবালা। জুভেন্টাসের হয়ে খেলা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ১ ম্যাচ খেলে তিন গোল করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন দুই ম্যাচে তিন গোল করা পিএসজি ও ব্রাজিল তারকা নেইমার। রোমার হয়ে খেলা বসনিয়ার অধিনায়ক এডিন জেকো রয়েছেন চতুর্থ স্থানে। দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি।

আরও পড়ুন :

ওয়াই/জেবি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh