• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫ অক্টোবর থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৮, ২০:৫৭

১৪তম এশিয়া কাপের ফাইনালে জিততে না পারলেও বলা যায় যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। ফাইনালেও শক্তিশালী ভারতকে টেনে নিয়েছিল শেষ বল পর্যন্ত।

ফাইনাল ম্যাচ শেষ করে পরের দিনই আবার দেশে ফিরতে হয়েছে মাশরাফিদের। ফেরার জার্নি তো আছেই, ছিল আবুধাবি থেকে দুবাইয়ের লম্বা পথের জার্নিও। সঙ্গে ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয়টা ম্যাচের ধকল।

এসব ভুলে এবার নেমে পড়তে হবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। এই সিরিজে আছে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে ম্যাচ।

এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পুর্নাঙ্গ সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনেই ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা।