• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে বিরাটের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২

ম্যাচের শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ট্রফিটা নিজেদের করে নিলো ভারত। এ নিয়ে এশিয়া কাপে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হলো এশিয়ার ক্রিকেটের সবচেয়ে শক্তিধর দলটা।

শক্তির দিক দিয়ে ভারত সেরা দল হলেও গতকাল ফাইনালে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে ক্রিকেট বিশ্ব দেখেছে নতুন এক বাংলাদেশ দলকে।

২২২ রানের লক্ষ্য ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের কাছে কিছুই না বলা যায়। অথচ এই কটা রান নিতে তাদের খেলতে হয়েছে গোটা ৫০ ওভার। হারাতে হয়েছে ৭টা উইকেট।

দেশ-বিদেশের অনেক ক্রিকেট তারকার কাছেই এই ফাইনাল ম্যাচটা জায়গা করে নিয়েছে অনন্য উচ্চতায়।

বাদ যায়নি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও। টানা খেলে বিশ্রামে থাকার কারণে কোহলির এবার খেলা হয়নি এশিয়া কাপ।

কিন্তু দলের জয়ে যেমন খুশি এই ভারতীয় অধিনায়ক তেমনই খুশি বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স দেখে।

খেলা শেষে টুইট করে বিরাট অভিনন্দন জানান নিজের দেশকে সঙ্গে ভালো খেলায় অভিনন্দন জানাতে ভুলেননি প্রতিপক্ষ বাংলাদেশকেও।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh