• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওপেনিং জুটিতে আসতে পারে পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৪

একটা ম্যাচ বাকি আর। অনেক ঘটন-অঘটনের ভেতর দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ। আসরের প্রথম ম্যাচে চোটে পড়ে তামিমের বাদ পড়া দিয়েই শুরু।

এরপর আর কোনও ভাবেই মেলানো যাচ্ছিল না ওপেনিং জুটি। আরেক ওপেনার লিটন দাসের সঙ্গে নাজমুল হোসেন শান্তও প্রমাণ করতে পারছিলেন না নিজেকে।

তার বদলে হঠাৎ দলে ডাকা হয় সৌম্য সরকারকে। তিনিও করলেন শূন্য। এরপর কে? বাকি আছে ইমরুল কায়েস। এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে কায়েস ব্যাট করতে নামেন ৬ নম্বরে।

এদিন ৭২ রানের ইনিংস খেলে এই পজিশনে আপাতত নিজেকে স্থির করে নিয়েছেন তিনি।

কিন্তু ফাইনালে ওপেনিংয়ে কে? এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন সবার মনে।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক একটু ইঙ্গিত দিয়ে রাখেন, ওপেনিংয়ে পরিবর্তনের ব্যপারে।

মাশরাফি বলেন, হয়তো এমন কাউকে ওপেনিংয়ে পাঠানো হবে যে কোনদিন ওপেনিং করেনি।

ম্যাচ শুরুর সময় যত ঘনিয়ে ততই সমর্থকদের মনে ভাবনা শুরু হয়েছে কে হবে সেই ওপেনার? তবে একটি সূত্র থেকে জানা গেছে লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।

এই তত্ব যদি মিলেই যায় তবে আরেকবার চমক দেখাবে বাংলাদেশ। আপাতত চমকের অপেক্ষায়ই থাকি।

আরও পড়ুন :

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh