• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঘুরে ফিরে সেই মিঠুন-মুশফিকে ভরসা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৬

এ যেন এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারে লিটন দাসের শূন্য, সাকিব আল হাসানের শূন্য আর তামিম ইকবালের চোটে পড়ে ২ রানে মাঠ ছাড়া।

সব মিলে দলীয় ৩ রানে যখন তিন উইকেট নেই বাংলাদেশের তখন ঘোর বিপদে দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন।

এই দুইয়ের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ১৩১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। মিঠুন ৬৩ করে আউট হয়ে গেলেও মুশফিক করেছিলেন ১৪৪ রান।

আজও ঘটতে যাচ্ছে তেমন কিছুই। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ছিল হতাশার। লিটনের সঙ্গে আজ সৌম্য ওপেনিং করেছেন শান্তর বদলে কিন্তু, ফিরে গেলেন শূন্য রানে।

দলীয় পাঁচ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙলে তিন নম্বরে খেলতে আসেন সাকিবের পরিবর্তে সুযোগ পাওয়া মুমিনুল হক। ব্যক্তিগত ৫ রানের মাথায় শাহিন আফ্রিদির করা বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে গেলেন বাঁহাতিও।

দলীয় রান যখন ১২ তখন লিটনও বোল্ড হয়ে ফিরলেন জুনাইদ খানের বলে নিজের ৬ রানের মাথায়।

উইকেটে আসলেন মুশফিক আর মিঠুন। দুজনেই ইনিংস শুরু করেন ধীরে। শুরুর বিপদটা কাটিয়ে উঠে রান তুলছেন দ্রুতই।

মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ৩০তম ওয়ানডে অর্ধশতক। মিঠুনও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। দু'জনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১৩৬ রান।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh